Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

চিতলমারী উপজেলা হতে ইউনিয়ন পরিষদের দুরত্ব ১২কি:মি:

 

বিভিন্ন স্থান হতে ইউনিয়নে আসার যাতায়াত ব্যবস্থা:
ক) উপজেলা পরিষদ হতে ইউনিয়নে ভ্যান, মটরসাইল, বাই সাইকেল, নছিমোন, ও ইজি বাইক যোগে উক্ত ইউনিয়নে আসা যায়।
খ) খুলনা-বাগেরহাট মহাসড়ক থেকে বাস, ট্যাম্পু, ইজিবাইক অথবা মাহিন্দ্র যোগে শৈলদাহ বাজারে নেমে সেখান থেকে পায়ে হেঁটে বা ভ্যান ও মটরসাইকেল যোগে কলাতলা ইউনিয়নে আসা যায়।


কলাতলা ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রামে যাতায়াতের তথ্য:
১) পরিষদ ভবনের সামনে থেকে শৈলদাহ, কননচক, ডোবাতলা, বাংলাবাজার গ্রামগুলোতে যাওয়ার জন্য ভ্যান/মটোরসাইকেল/সাইকেলযোগে ওখান থেকে বিভিন্ন গ্রামে যাওয়া যায় (ভাড়া বিভিন্ন রকম)।
২) পরিষদ ভবন থেকে চিংগড়ী, রহমতপুর এবং চরচিংগড়ী গ্রামে যেতে হলে সাইকেল/ ভ্যান/ মটোরসাইকেল যোগে বিভিন্ন গ্রামে যাওয়া যায় ।
৩) ইউপি অফিস থেকে সাইকেল/ ভ্যান/ মটরসাইকেল যোগে মেলারকুল গ্রামে যাতায়াত করা যায় ।
৪) ইউপি অফিস থেকে উত্তর দিকে কিছু পথ হেটে ও সাইকেল যোগে কুনিয়া গ্রামে যাতাযাত করা যায়। ইউপি অফিস থেকে দক্ষিণ দিকে আমবাড়ীগ্রাম। এ গ্রামেও ভ্যান/সাইকেল ও রিক্সা যোগে যাতায়াত করা যায়। ভাড়া বিভিন্ন রকম।
৫) বাকের কন্দী গ্রামে যেতে হলে সাইকেল ও ভ্যান  করে যাতায়াত করা যায়। ভাড়া বিভিন্ন গ্রামে বিভিন্ন রকম।
৬) পরিষদ ভবন থেকে উত্তর পূর্ব ‍দিকে রয়েছে রাজনগর ও বাকপুর গ্রাম । এ গ্রামে যাতায়াতের জন্য পরিষদ থেকে ভ্যান/মটরসাইকেল করে ঐ গ্রামে যাতায়াত কারা হয় ।
৭) ইউপি অফিস থেকে সাইকেল/ ভ্যান ও মটরসাইকেল যোগে ডোবাতলা পুরান বাড়ী গ্রামে যাতায়াত করা হয় ।
৮) ইউপি অফিস থেকে সাইকেল/ ভ্যান ও মটর সাইকেল করে পূর্ব দিকে শৈলদাহ গ্রামে যাতায়াত করা হয় ।

৯) পরিষদ ভবন থেকে পশ্চিম দিকে একটি গ্রাম গংগাচন্না । যেখানে হেটে/ ভ্যান ও মটরসাইকেল যোগে যাতয়াত করা হয় ।