Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কলাতলা ইউনিয়ন

             কালের  স্বাক্ষী  বহন  কারী দক্ষিন বাংলার  মধুমতি  নদীর  তীরে  গড়ে  উঠা  চিতলমারী  উপজেলার একটি  ঐতিহ্যবাহী  অঞ্চল  হলো  কলাতলা  ইউনিয়ন। কালপরিক্রমায়  আজ  কলাতলা  ইউনিয়নে  শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়  অনুষ্ঠান, খেলাধুলাসহ  বিভিন্নক্ষেত্রে  তার নিজস্ব  স্বকীয়তা  আজও  সমুজ্জ্বল।

ক) নাম– ২ নং কলাতলা  ইউনিয়ন  পরিষদ।

খ) আয়তন– ৭৮৫৬ (একর)

গ) লোক  সংখ্যা–৩০১৪২ জন (প্রায়) (২০১১সালের  আদমশুমারি  অনুযায়ী)

ঘ) গ্রামের  সংখ্যা– ১৯ টি।

ঙ) মৌজার  সংখ্যা– ১৭ টি।

চ) হাট/বাজার  সংখ্যা- ৪ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– সিএনজি/ রিক্সা।

জ) শিক্ষারহার– ৫৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী  প্রাথমিক বিদ্যালয়- ১৬টি, 

    উচ্চবিদ্যালয়ঃ ৪টি,

    মাদ্রাসা- ২টি।

ঝ) দায়িত্বরত  চেয়ারম্যান–জনাব শিকদার মতিয়ার

ঞ) গুরুত্বর্পূণ  ধর্মীয়স্থান- ১টি।

ট) ঐতিহাসিক/ পর্যটনস্থান– নাই।

ঠ) ইউপি  ভবন  স্থাপন  কাল– ইং।

ড) নবগঠিত  পরিষদের  বিবরণ–

                                    ১) শপথ  গ্রহণের  তারিখ– ১১/০৪/২০১৬ইং

                                    ২) প্রথম  সভার  তারিখ– ১৬/০৪/২০১৬ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ– ১০/০৪/২০২১ইং

ঢ) গ্রাম সমূহের নাম:–

                চিংগড়ী, পরানপুর, মচন্দপুর, চরচিংগড়ী, কুনিয়া, রহমতপুর, গঙ্গাচন্না, কলাতলা, পুরানবড়ী, কাননচক, বাকেরকান্দি, ডোবাতলা, বাংলাবাজর, অতুলনগর, আমবাড়ী, দক্ষিন শৈলদাহ,শৈলদাহ,

বাকপুর, রাজনগর,

            

ণ) ইউনিয়ন  পরিষদ  জনবল–

               ১) নির্বাচিত  পরিষদ  সদস্য– ১৩জন।

               ২) ইউনিয়ন  পরিষদ  সচিব– ১জন।

              ৩) ইউনিয়ন  গ্রাম পুলিশ– ১০ জন।