Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
শ্রী শ্রী অশ্বিনী কুমার গোসাঁই সেবা আশ্রম
Location
গঙ্গাচন্না
Transportation
ইউনিয়ন পরিষদ খেকে ভ্যান বা মটরসাইকেল যোগে যাওয়া যায়।
Details

শ্রী শ্রী অশ্বিনী কুমার গোসাঁই : কলাতলা ইউনিয়নের গঙ্গাচন্না গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি হরি ভক্ত হিন্দু ধর্মগুরু ওড়াকান্দির শ্রী হরি ঠাকুরের প্রধান শিয্য ছিলেন। লোখা পড়া না জানলও তাঁর মুখ নি:সৃত প্রাজ্ঞ বাণী সাধারন হিন্দু  সমাজ দৈনন্দিন  ও আধ্যাত্নিক জীবনের দিক নির্দশনা হিসেবে গ্রহন করেছিল। নিজ প্রতিভাগুনে “ হরিসঙ্গীত নামে বহু আধ্যাত্নিক গানের রচয়িতা হিসেবে ভারতের বঙ্গালী হিন্দু সমাজেও বিশেষ পরিচিত ও জনপ্রিয় ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত গঙ্গাচন্না মন্দিরে তাঁর স্মৃতিচারনের জন্য প্রতি বছর ৩রা বৈশাখ বারুনী উপলক্ষে মেলা বসে ও মচ্ছব ( মহোৎসব অনুষ্ঠিত হয়।