কলাতলা ইউনিয়নটি মোট ১৮ টি গ্রাম নিয়ে গঠিত। গ্রামগুলো হচ্ছে চিংগড়ী, কুনিয়া, মচন্দপুর, রহমতপুর, চরচিংগড়ী, কলাতলা, গঙ্গাচন্না, ডোবাতলা, বাকেরকান্দি, পুরানবাড়ী, কাননচক, দক্ষিণ শৈলদাহ, অতুলনগর, আমবাড়ী, শৈলদাহ, বাকপুর, রাজনগর, মেলারকুল। তাছাড়া কলাতলা ইউনিয়নের পঁশ্চিমে হিজলা ই্উনিয়ন ও দক্ষিণে বড়বাড়িয়া ইউনিয়ন। কলাতলা ইউনিয়নের অধিকাংশ মধুমতি নদীর তীরে অবস্থিত। প্রাকৃতিক প্রভাব ও ভৌগলিক অবস্থানের উপর ভিত্তি করে উপকূলীয় এলাকা দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন তীরবর্তী এবং অন্তবর্তী উপকূলীয় এলাকা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS