Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Famous Person

শ্রী শ্রী অশ্বিনী কুমার গোসাঁই : কলাতলা ইউনিয়নের গঙ্গাচন্না গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি হরি ভক্ত হিন্দু ধর্মগুরু ওড়াকান্দির শ্রী হরি ঠাকুরের প্রধান শিয্য ছিলেন। লোখা পড়া না জানলও তাঁর মুখ নি:সৃত প্রাজ্ঞ বাণী সাধারন হিন্দু  সমাজ দৈনন্দিন  ও আধ্যাত্নিক জীবনের দিক নির্দশনা হিসেবে গ্রহন করেছিল। নিজ প্রতিভাগুনে “ হরিসঙ্গীত নামে বহু আধ্যাত্নিক গানের রচয়িতা হিসেবে ভারতের বঙ্গালী হিন্দু সমাজেও বিশেষ পরিচিত ও জনপ্রিয় ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত গঙ্গাচন্না মন্দিরে তাঁর স্মৃতিচারনের জন্য প্রতি বছর ৩রা বৈশাখ বারুনী উপলক্ষে মেলা বসে ও মচ্ছব ( মহোৎসব অনুষ্ঠিত হয়।